মহেশপুর মাদ্রাসা শিক্ষক সিমিতির উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক সিমিতির উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জলিলপুর আলিম মাদ্রাসা হলরুমে এ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক সিমিতির সভাপতি ও কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. আবুল হাশেম। প্রধান অতিথির বক্তৃতা করেন মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জলিলপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তৃতা করেন নাটিমা ফজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জব্বার। মান্দারবাড়ীয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুর রহিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খালিশপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. নজরুল ইসলাম, রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. শফিকুল ইসলাম, বামনগাছি দাখিল মাদ্রাসার সুপার মাও. তাফাজ্জেল হোসেন, মহেশপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল মালেক, বৈচিতলা দাখিল মাদ্রাসার সুপার মাও. মজিবুর রহমান, মালাধরপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. মিজানুর রহমান, গৌরিনাথপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল কুদ্দুস, বৈচিতলা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাও. আনিছুর রহমান প্রমুখ। আলোচনা শেষে শেখ রাসেলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. আবুল হাশেম।