লোহাগড়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত, আটক ৬

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে মনোনয়ন ও একটি হত্যা মামলার মীমাংসাকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় আব্দুল্লাহ শেখকে (৪৫) ঢাকা পঙ্গু হাসপাতালে ও মবিন শেখকে (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা লোহাগড়া হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ ৬ জনকে আটক করেছে। গত শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামের মাতুব্বর আক্তার মোল¬া সমর্থিত ও সাবেক ইউপি সদস্য কামরুল সমর্থিত লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১১ সালে ওই গ্রামে দু পক্ষের সংঘর্ষে আক্তার মোল¬ার বড় ভাই ইদ্রিস মোল¬া খুন হন। ইদ্রিস মোল¬া হত্যা মামলা মীমাংসা ও আসন্ন ইউপি নির্বাচনে ওই গ্রামে সদস্য প্রার্থী মনোনয়ন নিয়ে শনিবার রাত ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক শুরু হওয়ার আগেই আক্তার মোল¬া ও মিরাজ মোল¬ার নেতৃত্বে ১৫/২০ জন রাম দা, ছ্যান দা ও লাঠি সোটা নিয়ে প্রতিপক্ষ কামরুল শেখের সমর্থিত লোকজনদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে বাকা গ্রামের আব্দুল্লাহ শেখের দুই পায়ের ও হাতের রগ কেটে দেয়। এছাড়া মুবিন শেখ, জিরু কাজী, সুজন কাজী, রবিউল শেখ, শরিফুল ইসলাম, শাকিল মোল¬া, জিল্লুর রহমান, সাইফুল মোল¬া আহত হন।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন বলেন, হামলায় জড়িত থাকার অভিযোগে বাকা গ্রামের আকতার মোল¬া, জামাল মোল¬া, মোহন মোল¬া, শরিফুল মোল¬া, হাসনাত মোল¬া ও সোহেল মোল¬াকে আটক করা হয়েছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।