খুলনায় কর্মীসভায় রকিবুল ইসলাম বকুল : দেশ ও জাতিকে বাঁচাতে আমাদেও রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ নব্য ফ্যাসিবাদী সরকার অনিয়ম, দুর্নীতি ও বিরোধী দল দমনে নির্যাতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে বলে উলে¬খ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বুকল। তিনি বলেন, দেশ ও জাতিকে বাঁচাতে হলে আমাদের রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আগামী দিনের যুদ্ধ হবে রাজপথে, ফয়সালা হবে রাজপথে। জাতিকে দুঃশাসন থেকে বাঁচাতে না পারলে দেশ আমাদেরকে ক্ষমা করবে না।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল দৌলতপুর থানা শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল এ কথা বলেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুরের ৫ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।  বিএনপিকে ক্রান্তিকালের রাজনৈতিক সংগঠন উল্লেখ করে রকিবুল ইসলাম বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় এ জাতি যতবার সংকটে পতিত হয়েছে, ততবার কখনো জিয়াউর রহমান, কখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দুঃশাসনের অবসান ঘটিয়ে কাঙ্খিত মুক্তির সন্ধান পেয়েছে। এক যুগ ধরে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই লড়াইয়ে বিজয় সূচিত হবে।
কর্মীসভায় প্রধান অতিথি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থান করলেও দল পুনর্গঠনে কাজ করছেন। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করতে তিনি নতুন রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখা অনুসরণ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি গঠিত হবে। আগামী দিনে যারা ভোট কেন্দ্র পাহারা দিতে পারবেন, রাজপথ পাহারা দিতে পারবেন, আন্দোলনের সময় রাজপথে দৃঢ় অবস্থান নিতে পারবেন- তাদেরকেই দলের নেতৃত্বে আনা হবে। থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মীসভার উদ্বোধন করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সভাপতি শেখ তৈয়েবুর রহমান। থানা কমিটির সদস্য সচিব আল আমিন সরদার রতনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম মুর্শিদ কামাল, আজিজুল হাসান দুলু, মাহবুব হাসান পিয়ারু, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, নাজমুল হুদা চৌধুরী সাগর, ইবাদুল হক রুবায়েদ, শেখ ইমাম হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, মতলেবুর রহমান মিতুল, সরদার আরব আলী।