গোপালগঞ্জে বঙ্গবন্ধু ফুটবলে কাল মাগুরার মুখোমুখি হবে যশোর জেলা দল

0

স্পোর্টস রিপোর্টার ॥ গোপালগঞ্জে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আগামীকাল মঙ্গলবার মাগুরার মুখোমুখি হবে যশোর জেলা দল। খেলাটি গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের জার্সি প্রদান করেছেন, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল পরিষদের সম্পাদক এনাম মাহমুদ খান বাবু। তার পক্ষে জার্সি প্রদান করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, সংগঠনের সহসভাপতি এজেডএম সালেক স্বপন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মির্জা আখিরুজ্জামান সান্টু, নির্বাহী সদস্য অ্যাড. নজরুল ইসলাম প্রমুখ। গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এই টুর্ণামেন্টে অনুষ্ঠিত হচ্ছে। টুর্ণামেন্টে যশোরের হয়ে খেলবেন, সিজান, মোস্তাক, ইমন, দুর্জয়, সরোয়ার, রাব্বি, সানোয়ার, স্বাধীন, আতিক, সোহাগ, মিশন, কৃষ্ণ, মোফাজ্জেল ও পিকুল। প্রতিযোগিতায় যশোর জেলা দলের কোচের দায়িত্ব পালন করবেন জয়নাল আবেদিন।