পাইকগাছায় কাশিমনগর-মানিকতলা সড়ক উন্নয়নের কাজ শুরু শিগগির

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর-মানিকতলা সড়ক উন্নয়নের কাজ খুব শিগগিরই শুরু করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আইআরআইডিপি প্রকল্প-৩ এর আওতায় ১ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৪৩৬ টাকা ব্যয় বরাদ্দে কাজটি পেয়েছে মেসার্স রুহুল কুদ্দুস খান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে জনগুরুত্বপূর্ণ সড়কের কাশিমনগর বাজার থেকে কদমতলা পর্যন্ত সড়কের মূল অংশটুকু প্রকল্পের প্রথম ধাপে বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলজিইডি পাইকগাছা উপসহকারী প্রকৌশলী আব্দুল¬াহ আল মামুন জানান, প্রথম ধাপে সড়কের কাশিমনগর আমজেদের দোকান হতে রামনগর ভায়া ইয়াকুব এবং রাধা সাধুর বাড়ি পর্যন্ত চেইনেজ ১ হাজার-৩ হাজার মিটার অংশটুকু বাস্তবায়ন হচ্ছে। এরআগে বৃহস্পতিবার সড়কটি পরিদর্শনে আসেন এলজিইডি পাইকগাছা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল¬াহ আল মামুন।