বাগেরহাটে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ঠিকাদার আহত

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সিরাজুল ইসলাম মনক (৪৫) নামে এক ঠিকাদার আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা ঠিকাদার সিরাজুলকে গুলি করেছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা গুলিবিদ্ধ ঠিকাদার সিরাজুল ইসলাম মনককে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে খুলনায় স্থানান্তর করা হয়। সিরাজুল ইসলাম শহরের কৃষ্ণনগর এলাকার প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট গণপূর্ত, এলজিইডিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করে আসছেন। প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান বলেন,সন্ধ্যায় ঠিকাদার সিরাজুল ইসলাম মনক কৃষ্ণনগর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে থাকা ঠিকাদার সিরাজুলকে লক্ষ্য করে প্রথমে একটি গুলি ছোড়ে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হলে আবারও অস্ত্রধারীরা গুলি চালায়। তার এশটি গুলি সিরাজুলের ডান পায়ের কোমরের নিচে উরুতে বিদ্ধ হয়। গুলি করে ওই অপ্সাত বন্দুকধারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে গুলিবিদ্ধ সিরাজুলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কী কারণে এই ঠিকাদারকে গুলি করে হত্যার চেষ্টা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্রধারীদেও শনাক্ত করতে পুলিশ অভিযান শুরু করেছে।