নৌকাবাইচে উৎসবমুখর নড়াইল

0

নড়াইল সংবাদদাতা॥ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নড়াইল সদরের চিত্রানদীতে বর্ণাঢ্য আয়োজনে গতকাল এস এম সুলতান নৌকাবাইচ’ অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোল ও বাদ্য-বাজনার মুখরিত তালে হেইয়্যা হেইয়্যা হর্ষধ্বনির মধ্য দিয়ে চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত ৩ কিলোমিটার নৌকাবাইচে নারীদের ১টি ও পুরুষদের ১৫টি নৌকা অংশগ্রহণ করে। নদীর দুই পারের বিভিন্ন বাসা-বাড়ির ছাদে এবং গাছপালার ডালে বসে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু আকর্ষনীয় এ আয়োজন উপভোগ করেন। এছাড়া নদী বেষ্টিত নড়াইল শহর হয়ে ওঠে উৎসবমুখর। নৌকা বাইচ চলাকালে শহরে লোকের ভিড়ে তিল ধরণের ঠাঁই ছিল না কোথাও। জেলার পাশ্ববর্তী গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, যশোর, খুলনা এবং নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী,পুরুষ ও শিশু নৌকাবাইচ দেখতে আসেন।
এ উপলক্ষে আয়োজিত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী এমপি।নড়াইলের জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নৌকা বাইচ কমিটির সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু ও নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা। এর আগে প্রতিমন্ত্রী আজ সকালে চিত্রশিল্পী এসএম সুলতান স্মৃতি কমপ্লেক্স, সুলতানের তৈরি করা শিশুদের জন্য নৌকা, হাটবাড়িয়া জমিদারবাড়ি পার্ক, জমিদারদের আমলে নির্মিত রাধাগোবিন্দ মন্দির ও চিত্রা নদীর পাড়ে বাঁধাঘাট পরিদর্শন করেন।