খুলনায় গ্যাসের দাম ফের বেড়েছে

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনায় আবারও বেড়েছে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের (এলপিজি) দাম। এ নিয়ে চলতি বছরে গ্যাসের দাম ৭ দফা বৃদ্ধি পেয়েছে। গতকাল থেকে ১২ কেজির এক সিলিন্ডার গ্যাসের খুচরা মূল্য সাড়ে ১২শ’ টাকা নিচ্ছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে কোম্পানিগুলো গ্যাসের দাম বাড়িয়েছে। এদিকে দাম বাড়ার বিষয়টি আঁচ করতে পেরে খুচরা ব্যবসায়ীরা অতিরিক্ত সিলিন্ডার কিনে রেখেছিলেন। এখন বাড়তি দামে সেগুলো বেচে অধিক মুনাফা অর্জন করছেন। গত শুক্রবার নগরীর কয়েকটি দোকান ঘুরে জানা গেছে, বিভিন্ন কোম্পানির ১২ কেজি ওজনের প্রতিটি সিলিন্ডার এখন সাড়ে ১২শ’ টাকায় বিক্রি হচ্ছে। যা গত এক সপ্তাহ আগে এক হাজার ১২০ টাকায় বিক্রি হয়েছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধির কারণে এত চড়া মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। নগরীর মডার্ন ফার্নিচার মোড়ের ক্লিনহিট কোম্পানির ডিলার মো. বাপ্পী হোসেন জানান, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি সিলিন্ডারে পাইকারি পর্যায়ে ১৪০ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগে তিনি ১০৪০ টাকায় ১২ কেজি ওজনের প্রতিটি গ্যাসের সিলিন্ডার বিক্রি করেছেন। সেখানে আজ তাকে ১১৮০ টাকায় বিক্রয় করতে হচ্ছে। খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা সেটি সাড়ে ১২শ’ টাকায় বিক্রি করবেন। দোলখোলা ইসলামপুর মসজিদ মোড় যমুনা গ্যাসের ডিলার মো. আনিস শেখ জানান, গ্যাসের দাম বৃদ্ধিতে গ্যাস প্লান্টে তিনি কর্মচারী পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে প্রচুর ভিড় হওয়ার কারণে তিনি সেখান থেকে গ্যাস আনতে পারেননি। যা পেয়েছেন তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দাম বেড়েছে তবে এখনও জানেন না কত বেড়েছে। তিনিও বাজার দরে গ্যাস বিক্রি করছেন। তার দোকানে ১২ কেজি ওজনের প্রতিটি সিলিন্ডার এখন সাড়ে ১২শ’ টাকা। অপরদিকে টুটপাড়া এলাকার গ্যাস ব্যবসায়ী কাদের জানান, নগরীর কয়েকটি ডিলার গ্যাস বৃদ্ধির আগাম সংবাদ শুনে কম দামে অনেক গ্যাস তুলেছেন। গত দু’দিন ধরে তারা অনেক দামে বিক্রি করছেন বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে বসুন্ধরা গ্যাস কোম্পানির খুলনা এরিয়া ম্যানেজার মো. গিয়াস উদ্দিন রাসেল জানান, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে। ১কেজির সিলিন্ডারে ৫০ থেকে ১শ’ টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে খুচরা দোকানে যেভাবে বিক্রি হচ্ছে সেভাবে বাড়েনি। আগামী রোববার থেকে এ মূল্য কার্যকর হবে বলে তিনি জানান।