যশোর শহরে কিশোর গ্যাং বেপরোয়া বাড়ছে ছুরিকাঘাতের ঘটনা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরে কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। কথায় কথায় তারা ছুরি ব্যবহার করছে এবং প্রতিপক্ষকে আঘাত করে পালিয়ে যাচ্ছে। শনিবার শহরের শংকরপুরে এক কিশোর ছুরিকাহত হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে ৬ জন ছুরিকাহত হয়েছে। কিশোরদের অবাধ চলাচল ও আড্ডাবাজি, নিয়ন্ত্রণে পুলিশের কোন পদক্ষেপ না থাকায় তারা বেপরোয়া হয়ে উঠেছে।
শনিবার যশোর শহরের শংকরপুর রায়পাড়া কয়লাপট্টি এলাকায় কাজী রাহুল (১৭) নামে এক কিশোর ছুরিকাহত হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সাথে গল্প করার সময় স্থানীয় কিছু সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত। ছুরিকাহত কাজী রাহুল জানিয়েছে, তারা ৩ বন্ধু মিলে কয়লাপট্টি রাজ্জাক মাওলানার বাড়ির সামনে গল্প করছিল। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই ওই এলাকার সজল ও বাবুসহ ৩ জন এসে তাদের মারপিট করতে থাকে। এক পর্যায়ে কাজী রাহুলের ডানপায়ের উরুতে ৪টি ছুরিকাঘাত করে। কাজী রাহুল শংকরপুর পশু হাসপাতাল এলাকার কাজী রানার পুত্র। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানিয়েছেন, যারা তাকে ছুরিকাঘাত করেছে তারা কিশোর গ্যাংয়ের সদস্য। উল্লেখ্য যশোর শহরে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কার্যক্রম ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। কয়েকদিনের ব্যবধানে শহর ও শহরতলীতে ৬ জন ছুরিকাহত হয়েছে। এদের বেতর ১ অক্টোবর সন্ধ্যায় শহরতলীর ঝুমঝুমপুর এলাকার তাসলিম ইসলাম বর্ষণ (১৬), সোহান (ইসলাম (১৭), ২৯ সেপ্টেম্বর উপশহরের ইয়াসিন হোসেন বাবু (১৯), ২৮ সেপ্টেম্বর চাঁচড়া বাজার এলাকার ইমন হোসেন (১৮), সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মামুন (২৮), ছুরিকাঘাত হয়েছে। এছাড়াও মাঝে মধ্যে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। উঠতি বয়সী এসব কিশোর সদস্যদের বেপরোয়া হয়ে উঠছে।