ডুমুরিয়ায় জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় জরিমানা

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় দুটি ফিলিং ষ্টেশনে জ্বালানি তেল পরিমাপের কম দেয়ার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার তদারকি অভিযানে এই জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীন আলম। তিনি জানান, অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি অভিযান পরিচালনার অংশ হিসেবে মঙ্গলবার ডুমুরিয়া উপজেলার কৈয়া, ডুমুরিয়া, খর্নিয়া, চুকনগর ও আঠারোমাইলের ৫টি ফিলিং ষ্টেশনে জ্বালানি তেলের পরিমাপ তদারকি করা হয়। এরমধ্যে চুকনগর ভিআইপি ফিলিং ষ্টেশন এবং আঠারোমাইলের সেঞ্চুরি ফিলিং ষ্টেশনে প্রতি ৫ লিটারে ১৮০ থেকে ২৫০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেয়া হচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে। একারণে ভোক্তা অধিকার আইনের ১৮ ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনার তদারকি অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় চুকনগর ভিআইপি ফিলিং ষ্টেশনে ৫০ হাজার টাকা এবং আঠারোমাইলের সেঞ্চুরি ফিলিং ষ্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন এবং সহকারী পরিচালক শিকদার শাহীন আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।