বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে সেই তমিজ উদ্দিন টেক্সটাইল

0

লোকসমাজ ডেস্ক॥ আগের সপ্তাহের মতো গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে তজিম উদ্দিন টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার গত সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষস্থানে ছিল। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষস্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটির শেয়ার।
ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৭ দশমিক ৫৮ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৬০ টাকা ১০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৮৫ টাকা ৭০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১২৫ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ৩৯ দশমিক ৫৬ শতাংশ বা ৩৫ টাকা ৬০ পয়সা।
শেয়ারের এমন দাম বাড়লেও দুর্বল কোম্পানি হওয়ার কারণে দীর্ঘদিন প্রতিষ্ঠানটি ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটে পড়ে ছিল। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে গত ১৩ জুন থেকে কোম্পানিটিকে আবার মূল বাজারে ফিরিয়ে আনে ডিএসই কর্তৃপক্ষ।
ওটিসি থেকে মূল বাজারে ফেরার পর থেকেই কোম্পানিটির শেয়ার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ১৩ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৩ টাকা ২০ পয়সা। সেখান থেকে টানা বেড়ে এখন ১৮৫ টাকা ৭০ পয়সায় উঠেছে। অর্থাৎ তিন মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৭২ টাকা ৭০ পয়সা বা ১ হাজার ৩২৮ দশমিক ৪৬ শতাংশ।
শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ সালে ২৭ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৮ সালে ২৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় তমিজউদ্দিন টেক্সটাইল।
এদিকে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের চাহিদের শীর্ষে চলে আসায় এক শ্রেণির বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করতে চাননি। এতে গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৬৬ লাখ ৮৩ হাজার টাকা।
তমিজউদ্দিন টেক্সটাইলের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল লিব্রা ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৯ দশমিক শূন্য ৬ শতাংশ। ৩৪ দশমিক ৫৫ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে ফার্মা এইড।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইস্টার্ন লুব্রিকেন্টের ৩২ দশমিক ২৩ শতাংশ, এএমসিএল প্রাণের ৩০ দশমিক ৪৯ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়্যারের ২৯ দশমিক ৭০ শতাংশ, বাটা সু’র ২৯ দশমিক ৩৯ শতাংশ, দেশ গার্মেন্টেসের ২৭ দশমিক ৩৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২৬ দশমিক ৮০ শতাংশ এবং বাংলাদেশ সাবমেরিন কেবলসের ২৪ দশমিক ১১ শতাংশ দাম বেড়েছে।