মৈত্রী ভলান্টিয়ার্সের যশোরের ৪টি বিদ্যালয়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

0

মৈত্রী ভলান্টিয়ার্সের পক্ষ থেকে যশোরে ৪টি বিদ্যালয়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, করোনা ভাইরাসের প্রভাবে স্থবির থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার কথা জানিয়েছে সরকার। করোনার প্রথম প্রবাহে শিশুরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। কিন্ত এখন শিশুরাও রক্ষা পাচ্ছে না। একারণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের চ্যালেঞ্জ নিতে হবে স্বাস্থ্যবিধি মেনে করোনার অনুপ্রবেশ ঠেকানোর। মৈত্রী ভলান্টিয়ার্স করোনা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজার দিয়ে উৎসাহিত করার কর্মসূচি গ্রহন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, মুসলিম একাডেমি, সেবা সংঘ বালিকা বিদ্যালয় ও ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের কাপড়ের মাস্ক ও স্যানিটাইজার প্রদান করে। উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ৩শ করে মাস্ক ও ১০ বোতল হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মৈত্রী ভলান্টিয়ার্সের সদস্য সচিব কাজী মামুনুর রশীদ, হারুন অর রশীদ, মঞ্জুরুল হক ও আলাউদ্দিন আহম্মদ। কেনায়েত আলী ও আনোয়ারা খাতুন ট্রাস্টের পক্ষ থেকে এই মাস্ক সরবরাহ করা হয়। বিজ্ঞপ্তি।