করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনতার বিকল্প নেই–মাশরাফি

0

নড়াইল অফিস ॥ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ওয়ানডে ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা এমপি বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনতার কোন বিকল্প নেই। এ রোগ নিয়ে আতঙ্কের কিছু নেই। সচেতনতাই এ রোগের প্রাদুর্ভাব থেকে নিজেকে, পরিবারকে এবং সমাজের অন্যান্য মানুষকে রক্ষা করতে পারে। বিদেশ থেকে কেউ দেশে আসলে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ এ নিয়ম না মানলে তার বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি শুক্রবার বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর, আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু সভায় বক্তৃতা করেন। এ সময় জেলার তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন জানান, শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত নড়াইলের তিন উপজেলায় ১০৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।