সিঙ্গাপুরের রাস্তায় নজর রাখবে রোবট

0

লোকসমাজ ডেস্ক॥ সিঙ্গাপুরের রাস্তায় কেউ কোনো নিয়ম ভাঙছে কি না তার ওপর নজর রাখবে জেভিয়ার নামে একটি রোবট।যে আচরণগুলোকে অনাকাঙ্খিত সামাজিক আচরণ হিসেবে গণ্য করা হয়, সেগুলো কেউ করছে কি না, তা পর্যবেক্ষণ করার দায়িত্ব পালন করবে রোবটটি।এরমধ্যে রয়েছে, একসাথে পাঁচ জনের বেশি মানুষের সমাবেশ, নিষিদ্ধ স্থানে ধূমপান এবং অনুমতি ছাড়া কেউ রাস্তায় কিছু বিক্রি করছে কিনা তা নজরদারি করা।
রোবট জেভিয়ার সামনের তিন সপ্তাহ তোয়া পেওহ সেন্ট্রালে নজর রাখবে। রোবটটিতে থাকা ক্যামেরার সাহায্যে ৩শ’ ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে আশপাশের সবকিছু দেখতে পাবে সিঙ্গাপুরের কমান্ড সেন্টার।