বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরি সভা অনুষ্ঠিত

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা॥ বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের এক জরুরিসভা মঙ্গলবার বিকেলে ফুলবাড়ীগেট জনতা মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সভায় বক্তব্য রাখেন মহসেন জুট মিলের শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা আজাহার মাদবর, সোনালী জুট মিল শ্রমিক নেতা মো. নুরে আলম, আফিল জুট মিলের শ্রমিক নেতা কাবিলউদ্দিন, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মো. আলাউদ্দিনসহ নেতৃবৃন্দ। সভায় জানানো হয়, শ্রম পরিচালক মিজানুর রহমানের আশ^াসে এবং আগামী ৯ সেপ্টেম্বর বিকেলে শ্রম পরিচালকের দফতরে ত্রি পক্ষিয় বৈঠক ডাকায় আজকের শ্রম প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। শ্রমিক নেতারা এ সময় আরও জানান, এ ছাড়া আগামী ১০ সেপ্টেম্বর বিকেলে এ্যাজাক্স জুট মিল শ্রমিক ক্লাবে শ্রমিক সভার মাধ্যমে পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে।