বাঘারপাড়ায় আলাদা দুর্ঘটনায় নিহত ২

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ গতকাল মঙ্গলবার যশোরের বাঘারপাড়ায় পৃথক দুর্ঘটনায় দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন-যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের মৃত সুলতান মৌলভীর ছেলে ফারুক হোসেন (৬০) ও জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের আশরাফুল ইসলামের একমাত্র ছেলে মিরাজ হোসেন (১৫)। আহত সজল হোসেন (১৮) বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামের জহুরুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত এক বছর যাবৎ খাজুরা-চতুরবাড়িয়া সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ চলছে। মঙ্গলবার জহুরপুর ইউনিয়নের হলিহট্ট এলাকায় রাস্তার কাজ চলছিল। রোলার চালাচ্ছিলেন মানিকগঞ্জ জেলার আনিসুর রহমান। তার পাশে ছিল মিরাজ। বেলা আড়াইটার দিকে রোলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এ সময় চালক লাফ দিয়ে বাঁচলেও পানিতে রোলারের নিচে চাপা পড়ে মারা যায় মিরাজ। পরে বাঘারপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। এদিকে, যশোরের খাজুরায় মোটরসাইকেলের ধাক্কায় ফারুক হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সজলও আহত হয়। সকাল সাড়ে দশটার দিকে খাজুরা বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হোসেন হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। অন্যদিকে সজল হোসেন মোটরসাইকেল চালিয়ে খাজুরা কলেজমুখো যাচ্ছিল। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফারুক হোসেনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে চালক সজলও আহত হয়। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সজল হোসেন হাসপাতালে ভর্তি রয়েছে। খাজুরা পুলিশ ক্যাম্পের এসআই আলমগীর হোসেন জানান, মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।