দুই পক্ষের বৈঠক:কেশবপুর মেয়রের গ্রামের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা

0

স্টাফ রিপোর্টার॥ দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলায় দুঃখ প্রকাশ করে আগামী এক সপ্তাহের মধ্যে মামলা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। এ উপলক্ষে গতকাল দৈনিক গ্রামের কাগজ পত্রিকা কার্যালয়ে দুপক্ষের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুরের নাগরিক নেতা বিশিষ্ট আইনজীবী আবু বক্কর সিদ্দিক ও বদরুজ্জামান পলাশ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউব, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি তহীদ মনি, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির ও সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুল, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাকিরুল কবির রিটন, গ্রামের কাগজের নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, বার্তা সম্পাদক সরোয়ার হোসেন ও রফিকুল ইসলাম। সভায় দুপক্ষের সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা শেষে বিষয়টির সন্তোষজনক নিষ্পতি হয়। সভায় মেয়র রফিকুল ইসলাম তার দায়ের করা মামলা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে মামলা প্রত্যাহার করে নেবেন বলে সভায় জানান।