৩৩০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, এ পর্যন্ত মৃত্যু ৪৮

0

লোকসমাজ ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩০ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৮৪ জন। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। দেশে ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের ২ দিনে ৩ জন, আগস্টে মারা গেছেন ৩৩ জন এবং জুলাইতে ১২ জন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৬২ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ১৩১ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৩১ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯ হাজার ৬৬৮ জন।