পঞ্জশিরে ৩৫০ তালেবানকে হত্যা, আটক ৪০: নর্দার্ন অ্যালায়েন্স

0

লোকসমাজ ডেস্ক॥ আফগানিস্তানের পঞ্জশিরে তালেবানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে আহমদ মাসুদের নেতৃত্বে থাকা নর্দার্ন অ্যালায়েন্স। ফলে এখনও স্বাধীন রয়েছে পঞ্জশির উপত্যকা। সেখানকার স্বাধীনতা কেড়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান। তারা বারবার সেখানে হামলা চালিয়েছে। তবে নর্দার্ন অ্যালায়েন্স যোদ্ধাদের প্রতিরোধের কাছে হার মানতে হয়েছে তাদের। এরইমধ্যে ৩৫০ তালেবান সদস্যকে হত্যা করেছে পঞ্জশিরের প্রতিরোধকামীরা। আটক করা হয়েছে আরও ৪০ তালেবানকে। বুধবার এক টুইটে এসব তথ্য জানিয়েছে নর্দার্ন অ্যালায়েন্স।
এতে বলা হয়, মঙ্গলবার রাতে খাভাকে যুদ্ধে ৩৫০ তালেবান সেনা নিহত হয়েছে। আর বন্দি করা হয়েছে ৪০ জনকে। তারা জেলে রয়েছে। পুরস্কার স্বরূপ যুক্তরাষ্ট্রের দেয়া গাড়ি ও অস্ত্রও পাওয়া গেছে। আরও জানানো হয়েছে যে, কম্যান্ডার মুনিব আমিরির নেতৃত্বে এই লড়াই হয়। টোলো নিউজের সাংবাদিক শিরজাদ জানিয়েছিলেন যে, তালেবানরা পঞ্জশির দখলের চেষ্টা করছে। তারা গুলবাহার হয়ে পঞ্জশিরে ঢোকার চেষ্টা করছে। সেসময় লড়াইয়ে বেশ কয়েক জনের মৃত্যু হয়। সোমবার রাতে মার্কিন সেনা কাবুল ছাড়ার পরেই পঞ্জশিরে হামলা চালায় তালেবান।