যবিপ্রবি’তে চাকরি দেয়ার নামে প্রতারণা, নারীর বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চাকরি পাইয়ে দেয়ার কথা বলে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হীরা পারভীন (৪৫) নামে এক নারীর বিরুদ্ধে গত মঙ্গলবার আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার দৌলতদিহি গ্রামের রওশন আলী বিশ্বাসের ছেলে শাহারুল ইসলাম এই মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। অভিযুক্ত হীরা পারভীন যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার কাজী আব্দুল হান্নানের স্ত্রী। বাদী শাহারুল ইসলাম মামলায় উল্লেখ করেছেন, আসামি হীরা পারভীন তার পূর্ব পরিচিত। তাদের মধ্যে টাকা লেনদেন ছিলো। তিনি তার কাছে ৩ লাখ ৬৩ হাজার ২শ’ টাকা পেতেন। শাহারুল ইসলামের মেয়ে মোছা. ফারজানা আক্তারকে উল্লিখিত টাকার বিনিময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন হীরা পারভীন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও মেয়েকে চাকরি দিতে না পারায় তার কাছে শাহারুল ইসলাম টাকা ফেরত চাইলে তিনি তালবাহনা করতে থাকেন। এরপর ২০২০ সালের ২৬ জানুয়ারি এক সালিশে সিদ্ধান্ত হয় যে, ২০ দিনের মধ্যে নগদ ১ লাখ টাকা এবং বাকি টাকা পরে ফেরত দিবেন হীরা পারভীন। কিন্তু শালিসের সিদ্ধান্ত অনুযায়ী হীরা পারভীন টাকা ফেরত দেননি। উল্টো শাহারুল ইসলামকে হুমকি ধামকি দেয়া শুরু করেন। এক পর্যায়ে বারবার চাপ সৃষ্টি করলে হীরা পারভীন টাকা ফেরত দিতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়ে গত ৩১ মে হীরা পারভীনকে লিগ্যাল নোটিশ পাঠান শাহারুল ইসলাম। গত ১ জুন লিগ্যাল নোটিশ গ্রহণ করেন হীরা পারভীন। এরপর টাকা ফেরত দিতে ফের তালবাহনা করতে থাকেন হীরা পারভীন। এমনকি শাহারুল ইসলামকেও হুমকি ধামকি দেন তিনি। ফলে কোনো উপায় না পেয়ে আদালতের আশ্রয় নিয়েছেন শাহারুল ইসলাম।