গতকাল ছিল করোনায় মৃত্যু শূন্য আক্রান্ত ৯ জন, পরিস্থিতি স্বস্তির দিকে

0

স্টাফ রিপোর্টার ॥ করোনায় মৃত্যু শূন্য সংখ্যা নিয়ে যশোরে শুরু হল ১ সেপ্টেম্বর। এদিন আক্রান্তের সংখ্যাও ছিল কম। ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন গতকাল। এতে করে করোনায় আক্রান্তের সংখ্যা পূর্বের তুলনায় অনেকটা কম বলে জেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে। সিভিল সার্জন অফিসের মিডিয়া ফোকালপার্সন ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, গতকাল যশোরে করোনায় কারোর মৃত্যু হয়নি। সেপ্টেম্বর মাসের প্রথম দিনটিই ছিল মৃত্যু শূন্য। ফলে, ৩১ আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪শ ৬১ জন বহাল ছিল এদিন। তবে, এদিনটি মৃত্যু শূন্য হলেও করোনায় আক্রান্ত হয়েছেন ৯ জন। ৪শ ২২টি নমুনা পরীক্ষা করে ওই ৯ জন করোনায় আক্রান্ত হন। র‌্যাপিড অ্যান্টিজেনে ১শ ৮টি নমুনা পরীক্ষা করে ৯ জন আক্রান্ত হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১শ ১৪টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়নি কেউ। এ পর্যন্ত মোট ২১ হাজার ১শ ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৯ হাজার ৭শ ৭০ জন সুস্থতা লাভ করেছেন। ২৯ জন হাসপাতালে ও ৮শ ৭৩ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, করোনার সংখ্যা অনেকটা কমে গেছে। গত আগস্টে করোনায় যশোরে ১শ ১৭ জনের মৃত্যু হয়েছে। ওই মাসে ২ হাজার ৩শ ৮৪ জন যশোরে করোনায় আক্রান্ত হয়েছেন। জুলাই-এ করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬ হাজার ৩শ ৭৮ জন। মৃত্যু হয়েছিল ১শ ৯৮ জনের। করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে যশোরে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির দিকে যাচ্ছে বলে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন।