মোবাইল ইন্টারনেটের মূল্য নির্ধারণের কথা ভাবছে সরকার

    0

    লোকসমাজ ডেস্ক॥ সম্প্রতি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মূল্য নির্ধারণ করে দেবার পর সরকার মোবাইল ইন্টারনেট সেবার মূল্যও নির্দিষ্ট করতে যাচ্ছে।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) এ-লক্ষ্যে কাজ করে চলেছে।
    ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে তিনি বলেন,“আমরা মোবাইল ইন্টারনেট সেবার মূল্য লাগামহীন হতে দিতে পারি না। একেও একটি শৃঙ্খলার মধ্যে আনা দরকার।”তিনি জানান, একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এবং তারা মোবাইল সেবার মূল্য নির্ধারণের বিয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসবে।
    বর্তমানে দেশে মোবাইল সেবাগ্রহীতার সংখ্যা ১১ কোটি ৯০ লাখের মতো। গত কয়েক বছর ধরে গুণিতক হারে বাড়ছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা। টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রদত্ত পরিসংখ্যান থেকে দেখা গেছে, গত জুনে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে ৩০ লাখ ৪০ হাজার।
    এর আগে, চলতি মাসে দেশের সর্বত্র একই মূল্যে ইন্টারনেট সেবার সুযোগের বিধান কার্যকর করতে বিটিআরসি ব্রডব্যান্ড ইন্টারনেটের পুরো ব্যবসায়িক কার্যক্রমের ট্যারিফ নির্ধারণ করে দেয়।
    নিয়ন্ত্রক সংস্থাটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) প্রদত্ত সঞ্চালন, ব্যান্ডউইথ ও সেবার দাম বেঁধে দেয়।