সোনালী জুট মিল চালুর বিষয়ে মতবিনিময় সভা

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তি মালিকানাধীন সোনালী জুট মিল চালুর ব্যাপারে গত শুক্রবার খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে মেসার্স রাসেল এন্টারপ্রাইজকে বিভিন্ন শর্ত সাপেক্ষে মিল চালু করার জন্য সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে মিলটির প্রকল্প প্রধান মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত একটি নোটিশ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, মিল মালিক রাসেল এন্টারপ্রাইজকে দিয়ে মিল চালাতে আগ্রহী নয়। তবে মিল মালিকপক্ষ মিলটি যাতে চালু হয় সে ব্যাপারে নিজেরা বসে সিদ্ধান্ত নেবে। মালিকপক্ষের নোটিশ পাওয়ার পর মিল এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ ঘটনায় সাধারণ শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে শনিবার বিকেলে সোনালী জুট মিল ঈদগাহ ময়দানে মিলের সাধারণ শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা চান মিয়া। বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবলু, মোঃ ফারুক, মোঃ কাশেম প্রমুখ। সভায় বক্তারা বলেন, মিলটি চালুর জন্য চেষ্টা করা হলেও একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অতিদ্রুত মিল চালু করা না হলে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।