চৌগাছায় বেদখলে থাকা উপ-স্বাস্থ্যকেন্দ্রের জমি ৮১ বছর পর উদ্ধার

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় উপ-স্বাস্থ্যকেন্দ্রের ৮১ বছরের বেদখলি জমি উদ্ধার করা হয়েছে। শনিবার বেদখলে থাকা ওই জমি উদ্ধার করেছে স্বাস্থ্য বিভাগ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক ও সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতায় জমি দখলে নিয়ে কাঁটা তারের বেড়া দেয়া হয়েছে।
জানা যায়, ১৯৪০ সালে স্থানীয়রা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের জন্য ১ একর ৮৭ শতাংশ জমি দান করেন। সেই সময় থেকেই জমির অধিকাংশ বেদখলে ছিল। মাত্র কয়েক শতাংশ জমির ওপর বর্তমান ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র অবস্থিত। অন্য জমির ওপর দিয়ে পাকা রাস্তা, মসজিদ, কাঁচা বাজারের নামে দখল করে রেখেছিলেন স্থানীয় প্রভাবশালীরা। এমনকি তারা নিজেদের নামে রেকর্ডও করে নেন এই জমি। দীর্ঘ ৮১ বছর পর শনিবার সেই জমি উদ্ধার করেছে স্বাস্থ্য বিভাগ। এদিন সকালে জমিটি মেপে বুঝে দেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি, যশোর সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আরিফ আহমেদ, পাশাপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবাইদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কৃষ্ণ অধিকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, হেলথ কেয়ার প্রোভাইডার তৌহিদুল ইসলাম প্রমুখ।