যশোরে জমি লিখে না দেয়ায় বৃদ্ধকে মারধর তিন ছেলে মেয়ে ও সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার মোবারককাঠি গ্রামে জায়গা জমি লিখে না দেওয়ায় আব্দুল মজিদ (৬৫)কে মারধরে অভিযোগে তার তিন ছেলে মেয়ে ও তালাকপ্রাপ্তা স্ত্রীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন, আব্দুল মজিদের দুই ছেলে আনিসুর রহমান লিটন (৩৫), মোকছেদ আলী (২৫), মেয়ে ফাতেমা খাতুন তানিয়া (২২) ও তালাকপ্রাপ্তা স্ত্রী হাজেরা বেগম (৫২)। আব্দুল মজিদের চাচা জালাল উদ্দিন মোড়ল এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা প্রায়ই তাদের নামে জমি লিখে দেওয়ার জন্যে চাপাচাপি করতেন। মারধরের হুমকিও দিতেন। গত ২৩ আগস্ট বিকেলে আসামিরা মোবারককাঠি গ্রামে আব্দুল মজিদের বাড়িতে যান এবং জমি লিখে দিতে বলেন। এতে মজিদ রাজি না হওয়ায় আসামিরা লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন। মারধরে মজিদের পা ভেঙ্গে যায়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হুমকি দিয়ে চলে যান। পরে আব্দুল মাজিদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।