বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

0

লোকসমাজ ডেস্ক ॥ যশোরসহ দক্ষিাণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। এ সব সভা থেকে এলাকার মৎস্য উন্নয়নে মৎস্য অফিসের ভূমিকা, সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও মৎস্য উৎপাদনসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুসারে তা উপস্থাপন করা হলো-


চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেছে উপজেলা মৎস্য অফিস। গতকাল শনিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহ্জাহান সিরাজের অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ, ক্ষেত্রসহকারী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মৎস্য কর্মকর্তা জানান, উপজেলায় মোট ৫ হাজার ৬৫৮দশমিক ১০ হেক্টর জলাশয়ে চলতি অর্থ-বছরে ১৭ হাজার ৯৩০ দশমিক ২৫ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। উপজেলায় বার্ষিক মাছের চাহিদা ৫ হাজার ৩৭ মেট্রিক টন। উৎপাদিত মাছ উপজেলার চাহিদা পূরণ করেও প্রায় ১৩ হাজার মেট্রিক টন মাছ দেশের অন্যান্য অঞ্চলের চাহিদা মেটাচ্ছে। সভায় চৌগাছা প্রেসক্লাবের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝিকরগাছা সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) রিপন কুমুর ঘোষ। ‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এই স্লোগানে লিখিত বক্তব্যে মৎস্য কর্মকর্তা উপজেলা জলাশয়ের বিভিন্ন তথ্যাদি তুলে ধরে বলেন, বর্তমানে উপজেলায় ৭ হাজার ৭ শ ৫৪টি পুকুর, ১৮টি সরকারি জলাশয়, ৯টি বাঁওড়, ২টি নদ-নদী, ১২টি খাল, ৭টি বিল, ২৫টি প্লাবন ভুমি ও একটি সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার রয়েছে। এছাড়া উপজেলায় ১৫টি মৎস্য আড়ৎ, ৪৮টি মাছ বাজার, ৪ হাজার ৯ শ ৮৯ জন মৎস্য চাষি, ৬ হাজার ৫ শ জন মৎস্যজীবী, ৯ শ ২৫ টি মৎস্যজীবী পরিবার, এক হাজার এক শ ৩১ জন নিবন্ধনকৃত জেলে রয়েছে। ফলে উপজেলায় ৭ হাজার ৫৪ দশমিক শুন্য ৫ মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও উৎপাদন হয় ৩১ হাজার ৫৩ মেট্রিক টন। ফলে বছরে উদ্বৃত্ত মাছের পরিমাণ থাকে ২৩ হাজার ৯ শ ৯৮ দশমিক ৯৫ মেট্রিক টন বলেও জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী জাকির হোসেন, আনোয়ারুল ইসলাম, ই¯্রাফিল হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, যুগ্ম-সম্পাদক কামারুজ্জামান কামাল, সাংবাদিক এম আর মাসুদ, তরিকুল ইসলাম, এম আলমগীর, আব্দুল হান্নান প্রমুখ।


সাতক্ষীরা সংবাদদাতা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে গতকাল শনিবার সকালে শহরের এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান। এল্লারচর চিংড়ি চাষ খামারের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. নাজমুল হুদার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হারুন সাজ্জাদ, সহকারী মৎস্য অফিসার মো. লুৎফর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় জেলার শহরের বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার যুবায়ের হোসেন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম রহমান, জাকির হোসেন, সুজাউল হক, লিটন হোসেন, আসাদুজ্জামান, জুলফিকার আলী, সরদার জিল্লু প্রমুখ।
বাগেরহাট সংবাদদাতা জানান, দেড় বছরে প্রাকৃতিক দুর্যোগে বাগেরহাটের মৎস্য চাষিদের ৫৫ কোটি ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছে মৎস্য অধিদফতর। সভায় ক্ষয়ক্ষতির তথ্যের পাশাপাশি ইতিবাচক তথ্যও দিয়েছে সংস্থাটি। মৎস্য অধিদফতরের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থ বছরে বাগেরহাটে এক লাখ ২১ হাজার ৬০১ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে, যা খুলনা বিভাগের মোট উৎপাদিত মাছের ১৭ শতাংশ। এছাড়াও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জেলা মৎস্য বিভাগের ইতিবাচক ভূমিকা রয়েছে। সভায় জানানো হয়, ২০২০ সালের মে মাসে ঘূর্ণিঝড় আম্পানে ৫ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয় মৎস্য চাষিদের। আম্পানের ৫ মাস পরে অক্টোবরে অতিবৃষ্টিতে ৫ কোটি ৩৯ লাখ টাকার ক্ষতি হয় চাষিদের। ২০২১ সাল শুরুই হয় চাষিদের ক্ষতির মধ্য দিয়ে। এই বছরের মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় ইয়াসে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয় বাগেরহাটের মৎস্য চাষিদের। জুলাই-আগস্টে দুই দফায় অতিবৃষ্টি ও প্রবল জোয়ারে ৩৪ কোটি ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এনিয়ে দেড় বছরে প্রাকৃতিক দুর্যোগে বাগেরহাটের মৎস্য চাষিদের ৫৫ কোটি ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৎস্য বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা মৎস্য কর্মকর্তা এ.এস.এম রাসেল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, প্রেক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা প্রমুখ।


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক। সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মৎস্য কর্মকর্তা মো. শহীদুল্লাহ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, মিজানুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুসহ সাংবাদিকরা।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তালায় সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে গতকাল শনিবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। এ সময় উপজেলার কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় সপ্তাহের অন্যান্য দিনে মৎস্য বিভাগের গৃহীত বিস্তারিত কর্মসূচিও উপস্থাপন করা হয়।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে শনিবার সকালে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা বিআরডিবি অফিসার বাহাউল ইসলাম, একটি একটি খামার প্রকল্পের উপজেলা শাখা ব্যবস্থাপক শুবেন্দু ঘোষ, সহকারী মৎস্য কর্মকর্তা আলাউদ্দিন সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বিগত অর্থ বছরের বার্ষিক চাহিদা ও উৎপাদনের চিত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন এবং ২৮শে আগস্ট থেকে ৩রা সেপ্টম্বর জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। নড়াইল অফিস জানায়, নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য বিভাগের আয়োজনে গতকাল শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী পরিচালক হোসনে আরা হ্যাপী প্রমুখ। সভায় জানানো হয়, জেলায় ৮ হাজার ৬শ টি পুকুর, ৫হাজার ৩শ টি চিংড়ি ঘের রয়েছে। এসব পুকুর ও ঘের থেকে প্রতি বছর ১৯ হাজার মেট্রিক টন সাদা মাছ ও ৩ হাজার মেট্রিক টন চিংড়ি মাছ উৎপাদিত হয়ে থাকে। জেলায় চাহিদা থেকে প্রায় ৩ হাজার মেট্রিক টন সাদা মাছ বেশি উৎপাদিত হয়ে থাকে।
ফুলতলা (খুলনা) অফিস জানায়, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ফুলতলা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে শনিবার অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিনে মাইকিং ও প্রচার, আজ বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, দুপুর ১২টায় স্মারক মৎস্য পোনা অবমুক্তকরণ, আগামীকাল (সোমবার) প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি বিষয়ক মতবিনিময়, মঙ্গলবার বেলা ১১টায় দামোদর মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, বুধবার বেলা ১১টায় শিরোমনি ও আটরা গিলাতলা ইউনিয়নে মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক পরামর্শ, মাটি ও পানি পরীক্ষা এবং মৎস্য সেন্টারে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মৎস্যচাষি ও সুফল ভোগিদের মাঝে ম’স্য চাষে বিভিন্ন উপকরণ বিতরণ এবং শুক্রবার সকাল ১০টায় জেলা পর্যায়ে কর্মকর্তাগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় ও জাতীয় মৎস সপ্তাহের সমাপনী অনুষ্ঠান।
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, শৈলকুপায় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, স্থানীয় প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত সভায় জানানো হয়, উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত কুমার নদে দেশি মাছ রক্ষায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এবিষয়ে এলাকার বাসিন্দাদের সচেতনতার উপরও গুরুত্বারোপ করা হয়। তাছাড়া শৈলকুপায় কন্যাদহ বিলসহ বেশ কিছু বিল-জলাশয় সরকারি উদ্যোগে খননের কাজ চলছে। মত বিনিময় সভায় সাংবাদিক ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষি উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জ সংবাদদাতা জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে উপজেলা মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.শাহ-ই আলম বাচ্চু। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম প্রমুখ। সভায় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি‘ এ সেøাগানকে ধারণ করে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল সাংবাদিকদের জানান, জেলার ৪টি উপজেলার ৫২১টি গ্রামে ৫ হাজার ৬৩৪ দশমিক ১২ হেক্টর জলায়তন রয়েছে। এ জেলায় ২ হাজার ৩৬৪ দশমিক হেক্টর জমিতে ৮ হাজার ১৮৯টি পুকুর, ৪৯৯ হেক্টর জমিতে ১০টি বাঁওড়, ১ হাজার ৪ হেক্টর জমিতে ১৪টি নদী, ১ হাজার ৫২৫ হেক্টর জমিতে ১১৪টি বিল রয়েছে। মৎস্যজীবী রয়েছে ৫ হাজার ৮৭ জন, মৎস্য চাষি আছে ৮ হাজার ৪২৬ জন, গত বছর ২৩ হাজার ৭২৬ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। বছরে চাহিদা রয়েছে ২৫ হাজার ২৪৫ মেট্রিক টন। ঘাটতি রয়েছে ১ হাজার ৫১৯ মেট্রিক টন। এ জেলায় আবাদি জমির সংখ্যা বেশি থাকায় মাছ উৎপাদনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকায় নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে জেলা মৎস্য ভবনে সাংবাদিকদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ সাংবাদিকদের ব্রিফ করেন। সংবাদ সম্মেলন থেকে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের নানা কর্মসূচি সম্পর্কে সংবাদিকদের অবহিত করা হয়।