জাতীয় মৎস্যজীবী সপ্তাহ উপলক্ষে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। যশোরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শনিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। সভায় জেলা মৎস্যজীবী কর্মকর্তা আনিছুর রহমান জেলার মৎস্য বিষয়ক সাধারণ তথ্যাবলী তুলে ধরে বলেন, জেলার মোট আট উপজেলায় ৬৫ হাজার ৫৮১ মেট্রিক টন চাহিদার পরিবর্তে ২ লাখ ২৪ হাজার ৫৮৫ দশমিক ১৪ মেট্রিক টন মাছ উৎপাদন হয় এবং ৯ হাজার ৩০১ দশমিক ৮৯ মেট্রিক টন মাছ রপ্তানি করা হয়। যার রপ্তানি মূল্য ৩ কোটি ৬৭ লাখ ৭৭ হাজার ১৫৫ মার্কিন ডলার। জেলায় ৬৯ দশমিক ২৮ মেট্রিক টন রেণু উৎপাদিত হয়। উদ্বৃত্ত রেণুর পরিমাণ ৫০ দশমিক ৩৮ মেট্রিক টন। পোনার চাহিদা রয়েছে ২ হাজার ৮০৭ লাখ। সেখানে চাহিদা মিটিয়ে ১১ হাজার ৩১১ দশমিক ৭৭ লাখ পোনা বেশি উৎপাদন হয়। এছাড়া ৮ হাজার ৪৩৪ দশমিক ৩০ মেট্রিক টন চিংড়ি উৎপাদিত হয়। তারপরও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, দেশীয় প্রজাতির ছোট মাছের পোনা উৎপাদন ও চাষ বৃদ্ধি করা, রোগ শনাক্তকরণ ও বিষাক্ততা পরীক্ষা ল্যাব স্থাপন করা, গুণগতমানরত রেণু উৎপাদন ও চাষ বৃদ্ধি করা। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর জন্য মৎস্য হ্যাচারিতে পানির রি-সাইক্লিং পদ্ধতির সম্প্রসারণ, নিরাপদ মৎস্য খাদ্য ও নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করা, মৎস্যখাতে বাণিজ্যিক রেটে বিদ্যুৎ বিল প্রদান, অপ্রতুল জনবল ও লজিস্টিক সাপোর্ট এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য সম্প্রসারণ কর্মীর অভাব। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হুসাইন, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবু তোহা প্রমুখ।