শুটিংয়ে ফিরলেন ফারিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ লকডাউনের পর তারকাদের অনেকেই শুটিংয়ে ফিরতে শুরু করেছেন। বেশ কিছুদিন ঘরে থাকার পর ‘একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প’ নাটকের মাধ্যমে এবার কাজে ফিরলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি নাটকটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। জে এস মিশুর রচনা ও পরিচালনায় এ নাটকে তার সহশিল্পী ছিলেন আব্দুন নূর সজল। কাজে ফেরা ও নাটক প্রসঙ্গে ফারিয়া বলেন, কাজে ফিরে মনে হচ্ছে স্বাভাবিক জীবনে ফিরলাম। সত্যি খুব ভালো লাগছে। আর যে নাটকটি দিয়ে কাজ শুরু করলাম, ‘একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প’ নাটকটির গল্পটা খুব ভালো। একটু ভিন্ন ধাঁচের। আশা করি দর্শকদের ভালো লাগবে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন রাশেদুল ইসলাম রিগান, রানা, হাসিমুল, শিকা কর্মকার, বাদলসহ অনেকে। এদিকে, শুধু নাটক নয় একটি ওয়েব সিরিজেরও শুটিংয়ের কথা আছে ফারিয়ার। তবে এখনই বিস্তারিত জানাতে চাইলেন না। দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চাইছেন। এছাড়া, সামনে নতুন প্ল্যাটফরম চরকিতে ‘মুন্সিগিরি’ নামের একটা ওয়েব ফিল্ম আসবে তার। যেটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বলেও জানালেন তিনি।