ভারতীয় হাইকমিশন কর্মকর্তাদের আসবাবপত্রের মধ্যে থেকে বিদেশী মদ-বিয়ার উদ্ধার

0

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের তিন কর্মকর্তার আসবাবপত্রের মধ্যে থেকে ২৮ বোতল বিদেশী মদ ও ১২ ক্যান বিয়ার উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা। বুধবার দুপুরে বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার ড. মো: নেয়ামুল ইসলাম বিদেশী মদ ও বিয়ার উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বেনাপোল কাস্টম সূত্রে জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনে কর্মরত ডেপুটি ডিরেক্টর প্রদীপ কুমার, অ্যাটাচি লোকনাথ চ্যাটার্জি ও স্টাফ মেম্বার শুভদীপ চক্রবর্তী সম্প্রতি ভারতে বদলি হয়েছেন। এ কারণে বাংলাদেশে তাদের ব্যবহৃত আসবাবপত্রগুলো একটি ট্রাকে করে বেনাপোল বন্দর দিয়ে ভারতে নেয়া হচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যায় আসবাবপত্র বোঝাই ট্রাকটি বেনাপোল বন্দরে পৌঁছালে কাস্টম কর্মকর্তারা ওইগুলো পরীক্ষা করতে গেলে অ্যাটাচি লোকনাথ চ্যাটার্জির আসবাবপত্রের মধ্যে থেকে আট বোতল বিদেশী মদ, ১২ ক্যান বিয়ার ও প্রদীপ কুমারের আসবাবপত্রের মধ্যে থেকে ২০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় কাস্টমস কর্মকর্তারা মদ ও আসবাবপত্রে ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়ে যায়। পরে ভালো করে পরীক্ষা শেষে ট্রাকটি ভারতে প্রবেশের অনুমতি দেন। বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার ড. মো: নেয়ামুল ইসলাম জানান, উদ্ধারকৃত বিদেশী মদ ও আসবাবপত্রের ট্রাকটি বেনাপোল কাস্টম হাউজে আনা হয়েছিল। যেহেতু তারা কূটনীতিক এ কারণে মদ ও বিয়ার জব্দ করে আসবাবপত্রের ট্রাকটি ভারতে যাওয়ার অনুমতি দেয়া হয়। তিনি আরো জনান, বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনকে চিঠি দিয়ে জানানো হবে। পরে তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।