আলোচিত সন্ত্রাসী শুভ’র সহযোগী হিটার রাজ অস্ত্র ও গুলিসহ আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোার শহরের রেল রোডস্থ ফুড গোডাউন এলাকার আলোচিত সন্ত্রাসী রাব্বি ইসলাম ওরফে শুভর সহযোগী আলী রাজ বিশ্বাস অপূর্ব ওরফে হিটার রাজ ওরফে মন্টুকে (২০) আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে রেল রোডস্থ হোটেল ওরিয়নের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে তাদের রান্নাঘর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটক সন্ত্রাসী মন্টু রেল রোডস্থ ফুড গোডাউন সংলগ্ন গলির মিরাজ বিশ্বাসের ছেলে। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পুলিশ জানায়, গত ২০ আগস্ট সন্ধ্যায় মন্টু ও তার সহযোগীরা মোমিন গার্লস স্কুলের পেছনে সোহানুজ্জামান সাগর নামে এক যুবককে ছুরিকাঘাত করে। বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় তারা তাকে ছুরিকাঘাত করে। সোহানুজ্জামান সাগর বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার আব্দুস সবুরের ছেলে। এ ঘটনায় আহত যুবকের ভাই মাইনুজ্জামান সোহাগ সন্ত্রাসী মন্টু ও তার সহযোগী আসিফকে আসামি করে গত সোমবার রাত আটটায় কোতয়ালি থানায় মামলা করেন। এদিন রাত পৌনে ১১ টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব গোপন সূত্রে খবর পান, এজাহারভুক্ত আসামি মন্টু রেল রোড চারখাম্বার মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে অবস্থান করছে। এ খবর পেয়ে তিনি সেখানে যাবার পর মন্টুকে আবাসিক হোটেল ওরিয়নের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। সাথে সাথে তিনি সেখান থেকে তাকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে তাদের রান্নাঘরে তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শ্যুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি বার্মিজ চাকু ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক মন্টুর বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করেছেন এসআই খান মাইনুল ইসলাম রাজিব। সূত্র জানায়, আটক মন্টুর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ আরও ৩টি মামলা রয়েছে। এলাকাবাসী জানান, মন্টু আলোচিত সন্ত্রাসী শুভ’র সহযোগী। অল্প বয়সে অপরাধ জগতে জড়িয়ে পড়া এই সন্ত্রাসী অত্যন্ত বিপজ্জনক। তুচ্ছ ঘটনায় সে মানুষকে ছুরিকাঘাত করতে পিছপা হয় না।