ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের তালিকা প্রকাশ

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু রোগীদের দ্রুততম সময়ে সঠিক চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ডেঙ্গু ডেডিকেটেড ছয়টি হাসপাতালের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
যে ছয়টি হাসপাতালে শুধু ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা হবে, সেগুলো হলো—স্যার সলিমুল্লাহ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল, মিডফোর্ড হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, কমলাপুরের রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মিরপুরের লালকুঠি হাসপাতাল ও কামরাঙ্গীরচরের ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল।
উল্লেখ্য, ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। চলতি বছরের ২২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৩৬ জন ডেঙ্গুতে মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৪১ জন ডেঙ্গু রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬ হাজার ৭৮৭ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৩১ জন। ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন ৮৭ জন।