ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাংস ব্যবসায়ী আহতের ঘটনায় মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৩৫) নামে একজন মাংস ব্যবসায়ী আহতের ঘটনায় গত সোমবার কোতয়ালি থানায় মামলা হয়েছে। মাংস ব্যবসায়ীর স্ত্রী যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের বাসিন্দা বিথি খাতুন মামলাটি করেছেন। মামলায় একই এলাকার আব্দুল খালেকের ছেলে মেহেদি হাসান ডলারসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করা হয়েছে। বিথি খাতুনের অভিযোগ, তার স্বামী আবুল কালাম আজাদ শহরের বড়বাজারে মাংসের ব্যবসা করেন। গত ১২ আগস্ট সন্ধ্যায় তিনি মাংস বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে বেজপাড়া বিহারীপাড়ায় পৌঁছালে আসামি ডলারের নেতৃত্বে সহযোগীরা তার ওপর চড়াও হয়। এ সময় তারা ছুরির ভয় দেখিয়ে তাকে তার কাছে থাকা টাকা দিতে বলে। কিন্তু তার স্বামী তাদের টাকা দিতে রাজি না হলে তারা তাকে ছুরিকাঘাত করে। পরে তারা তার স্বামীর কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।