পুলিশের বাধার মুখে সংবাদ সম্মেলন :যশোরে রাজনৈতিক সংস্কৃতি বিনষ্টকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির কার্যালয়ে সশস্ত্র হামলার প্রতিবাদে জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে গতকাল বিকেলে। প্রথম দলের পক্ষ থেকে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও সেখানে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে পুলিশের বাধার মুখে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, রাজনৈতিক সংস্কৃতির ঐতিহ্যের যশোরে, প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে পারস্পারিক সম্পর্ক রয়েছে। সেই সংস্কৃতির ব্যত্যয় ঘটানো হয়েছে এই হামলার মধ্য দিয়ে। এই ঘটনায় যশোরের অন্যান্য রাজনৈতিক দল তথা গোটা যশোরবাসী হতবিহ্বল হয়ে পড়েছে। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে অন্য একটি রাজনৈতিক দলের দিবালোকে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা এটি যশোরবাসী এই প্রথম প্রত্যক্ষ করলো। অতীতে এমন কোন নজির নেই। আজকে যশোরের এই ঘটনা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। ঢাকার কর্মসূচিতে বাংলাদেশের গর্ব সাফ ফুটবল জয়ী ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে রক্তাক্ত জখম করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। করোনার কারণে যেখানে কার্যত কোন রাজনীতি নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের প্রতিটি নেতাকর্মী মহাসংকটে দেশের জনগণের পাশে থেকে সেবকের ভূমিকা পালন করছে। তারপরও কেন এই নিন্দনীয় ঘটনা ঘটানো হয়েছে সেটি জনগণ জানতে চায়। অনিন্দ্য ইসলাম অমিত যশোরে রাজনৈতিক সংস্কৃতি বিনষ্টকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। যাতে করে যশোরে ওই ধরনের ঘটনার কেউ পুনরাবৃত্তি ঘটাতে না পারে।এদিকে জেলা বিএনপির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে যাতায়াতের দুটি পথ পুলিশ ঘিরে রাখে। আশপাশে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ ১৫ জন নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই সংবাদ সম্মেলন করার অনুমতি দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলু, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।