কেশবপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরে কেশবপুরে এক দিন আগে নিখোঁজ এক যুবকের মরদেহ মঙ্গলবার সকালে উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত রাসেল হোসেন (২৫) কেশবপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড সাবদিয়ার আব্দুল মাজিদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। যশোর গোয়েন্দা পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান, সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ঢেপার মাঠ এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এসময় পরিবারে সদস্যরা এসে মরদেহটি রাসেলের বলে শনাক্ত করে। আগের দিন (সোমবার) থেকে সে নিখোঁজ ছিল বলে জানায় পরিবার। ওসি আরও জানান, তার গলা ও পেটের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। এসআই আজিজুর রহমান বলেন, নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা ও গলাকাটা অবস্থায় ছিল। ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে গোপসানা গ্রাম থেকে রাসেলের মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। তবে কেনো এই হত্যা তা এখনও জানা যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।