চুয়াডাঙ্গায় ক্ষুরের আঘাতে সাংবাদিক আহত

0

লোকসমাজ ডেস্ক॥ চুয়াডাঙ্গায় এক সাংবাদিক ক্ষুরের আঘাতে আহত হয়েছে; এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রথম দফা শহরের পোস্ট অফিসপাড়ায় এবং পরে রাত ৯টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় দ্বিতীয় দফা তার ওপর এই হামলা হয় বলে অভিযোগ। সোহেল রানা ডালিম স্থানীয় দৈনিক ‘সময়ের সমীকরণ’ পত্রিকার স্টাফ রিপোর্টার।
প্রত্রিকাটির প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন অভিযোগ করেন, ডালিম পোস্ট অফিসপাড়ার একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন তাকে ক্ষুর দিয়ে পিঠে আঘাত করে। তাকে উদ্ধার করে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় জরুরি বিভাগে গিয়ে আবারও তার ওপর হামলা চালায় তারা। তবে দ্বন্দ্বের বিষয় তিনি বলতে পারেননি। হাসপাতালের চিকিৎসক শাকিল আর সালাম বলেন, “ডালিমের পিঠ ও কোমরসহ শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত হয়েছে। তিনি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।” এ ঘটনায় রাতেই মোহাম্মদ রাজু নামের একজনকে আটক করে পুলিশ। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আটক রাজুর সঙ্গে দ্বন্দ্ব ছিল ডালিমের। তাই তাকে আটক করা হয়েছে। এখনও এ ঘটনায় কেউ থানায় মামলা করেনি। মামলা হলে পরের ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি দ্বন্দ্বের কারণ বলেননি।