চৌগাছায় ১শ বোতল ফেনসিডিলসহ সাবেক মেম্বর আটক

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥যশোরের চৌগাছায় ১শ বোতল ফেনসিডিলসহ আব্দুল আজিজ নামে এক সাবেক মেম্বরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ধুলিয়ানীর আমজামতলা বাজার থেকে তাকে আটক করে দশপাখিয়া ফাঁড়ির পুলিশ। পরে তার জিজ্ঞাসাবাদে শাহাজাদপুর গ্রামের আবাসন প্রকল্পের পাশে বাঁশ বাগান থেকে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে চৌগাছা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলাসহ ২টি মামলায় আটককৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, অতি সম্প্রতি একটি পানের বরজ কাটার অভিযোগে আব্দুল আজিজের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে আজিজ স্বীকার করে সে ফেনসিডিল ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় ৭ টি মামলা আছে। চৌগাছা থানা পুলিশ স্বীকারোক্তি মোতাবেক তাকে নিয়ে রাতেই শাহাজাতপুর আবাসন প্রকল্পে এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশ একটি বাঁশ বাগানের ভেতর থেকে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। থানার ওসি রিফাত খান রাজীব বলেন, মঙ্গলবার রাতে দশপাখিয়া ফাঁড়ির পুলিশ তাকে আটক করে থানায় দেয়। আটক আব্দুল আজিজের বিরুদ্ধে চৌগাছা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাকক মামলা রয়েছে। তাকে মাদকদ্রব্য আইনে মামলাসহ ২টি মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।