নীরবতা ভাঙলেন শিল্পা শেঠি

0

লোকসমাজ ডেস্ক॥ গত ১৯শে আগস্ট মুম্বই পুলিশের হাতে পর্নোকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন কোটিপতি ব্যবসায়ী তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। চলতি মাসে রাজ কুন্দ্রার জামিনের আর্জি নামঞ্জুর করে মুম্বই হাইকোর্ট। আপাতত সংশোধনাগারে বন্দি রাজ কুন্দ্রা। গত ২রা আগস্ট রাজ কুন্দ্রার গ্রেপ্তারের প্রায় দু-সপ্তাহ পরে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে নিজের পক্ষ রেখেছিলেন শিল্পা। তার অভিযোগ এই মামলায় ‘মিডিয়া ট্রায়াল’-এর মুখে পড়ছেন তিনি। আদালতে বা আইনের চোখে দোষী প্রমাণিত হওয়ার আগে তাকে সোশ্যাল মিডিয়ায় অপরাধী ঘোষণা করা হচ্ছে। সেই পোস্টের পর সোশ্যাল মিডিয়া থেকে গায়েব ছিলেন শিল্পা শেঠি। অবশেষে ফিরলেন শিল্পা, অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা।
তেরঙ্গার একটি গ্রাফিক্যাল ছবি পোস্ট করে শিল্পা ইনস্টাগ্রামের দেওয়ালে লেখেন, আমার সকল ভারতীয় ভাইবোনদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।