ডুমদিয়ায় হামলায় একই পরিবারের ৩ জন জখমের ঘটনায় দু’জন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ডুমদিয়া খালপাড় দক্ষিণপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় একই পরিবারের ৩ জন জখমের ঘটনায় গত শনিবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ৮ জনকে আসামি করে মামলাটি করেছেন ওই গ্রামের বাসিন্দা আবু তালেব (৬০)। পুলিশ এ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে। আসামিরা হলেন-ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের বাচ্চুর ৪ ছেলে রুবেল হোসেন (২২), ফারুক হোসেন (৩৫), আরমান (১৯) ও আলমগীর হোসেন আলম (৩৮), মৃত তনুর ছেলে রকি (২১), বিল্লালের ছেলে ইমন (২১), জালালের ছেলে রুবেল (২২) এবং মোহাম্মদ আলীর ছেলে কালাম (৩২)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৬ জনকে আসামি করা হয়েছে।
আবু তালেব এজাহারে উল্লেখ করেছেন, যশোর সদর উপজেলার ডুমদিয়া এবং ঝিকরগাছার লাউজানি পাশপাশি গ্রাম। লাউজানি গ্রামের রুবেল মাদকদ্রব্য বিক্রি করে থাকেন। তার ছেলে ইমন (২১) তাকে মাদকদ্রব্য বিক্রি করতে নিষেধ করায় রুবেল তার ওপর ক্ষিপ্ত হন এবং এ নিয়ে দুজনের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। গত ১৪ আগস্ট দুপুর দেড়টার দিকে ডুমদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ির সামনে তার ছেলে ইমনকে একাকি পেয়ে আসামি রুবেল মারপিট করেন। চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। সংবাদ পেয়ে আবু তালেব ও তার স্ত্রী সালেহা বেগম (৪৫) ঘটনাস্থলে গেলে উল্লিখিত আসামিরা তাদেরকেও মারপিট করেন। এ ঘটনায় তারা জখম হন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। পরে আহত হওয়ায় তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নেন। কোতয়ালি থানা পুলিশের এসআই খান মাইদুল হোসেন রাজিব জানিয়েছেন, মামলার এজাহারভুক্ত দুই আসামি ফারুক হোসেন এবং আলমগীর হোসেন আলমকে আটক করেছেন। রোববার তাদের আদালাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।