পাইকগাছায় সেপটিক ট্যাংকের ওপর বসবাস করার সংবাদে বাড়ির ব্যবস্থা করলেন ইউএনও

0

জি.এম. মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা) ॥ পাইকগাছায় সেপটিক ট্যাংকের ওপর নির্মিত ভাড়া বাসায় ভূমিহীন পরিবারের ১০ বছর বসবাসের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় আবাসনের ব্যবস্থা করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। জানা গেছে, পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের প্রতিবন্ধী তুরফান মোড়লের পুত্র মফিজুল মোড়লের (২৪) স্ত্রী, সন্তান ও নানিকে নিয়ে তার চার সদস্য পরিবারের সংসার। জায়গা জমি বলতে কিছুই নেই তার। মফিজুল ও তার নানি জবেদা জানান, স্থানীয় হাফিজুর রহমানের সেপটিক ট্যাংকের ওপর নির্মিত ছোট্ট ঘরটি ৫’শ টাকায় ভাড়া দিয়ে ১০ বছর বসবাস করছেন তারা।

তাদের চারপাশে এতই নোংরা য়ে সেখানে গিয়ে কেউ তাদের খোঁজ খবর পর্যন্ত নিতে পারে না। মফিজুল মোড়ল জানান, তারা দুই ভাই বোন। বাবার কোনো জায়গা জমি ও ঘর-বাড়ি নেই। তিনি পাগল,কর্মাক্ষম, অসুস্থ এদিক সেদিক ঘুরে বেড়ান। মা হাসিনা বেগমও পাগল বাবার সাথে ঠিকানা বিহীন ঘুরে বেড়ান। বাবার বাড়ি সাতক্ষীরার তালা থানার মাছিয়াড়া গ্রামে হলেও জন্মলগ্ম থেকে নানার বাড়িতে বেড়ে ওঠেন। পরের বাড়ি কামলা খেটে চলে পরিবারের চার সদস্যের সংসার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি,এম. খালিদ হোসেন সিদ্দিকী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে ভূমিহীন পরিবারটি যোগাযোগ করে তাদেরকে মুজিব শতবর্ষের উপহার আবাসনের ব্যবস্থা করা হয়েছে।