যশোরে রামকৃষ্ণ মিশনের অক্সিজেন সেবা শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ রামকৃষ্ণ মিশন যশোরের ০১৭১১-৪৮০৪৬৭, ০১৭১৭-১৫১৬০৬, ০১৯৪০-০৩২৪৭৬, অথবা ০১৭১৩-০৮৫৯৫৭ নাম্বারে ফোন দিলেই করোনা রোগীদের জন্যে মিলবে বিনামূল্যের অক্সিজেন সেবা। গতকাল বুধবার থেকে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ৩০টি সিলিন্ডার নিয়ে অক্সিজেন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. তজিমুল ইসলাম খান বলেন, মহামারী করোনা সংকটকালে যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এটা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এভাবে সবাই এগিয়ে না আসলে কোন সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া দুরূহ ব্যাপার। আজ রামকৃষ্ণ মিশন অক্সিজেন ব্যাংক স্থাপন করে মানবসেবায় এগিয়ে আসলো। বরাবরই প্রতিষ্ঠানটি মানবসেবায় কাজ করে যাচ্ছে। তিনি সকলকে এই সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। রামকৃষ্ণ মিশন যশোরের সম্পাদক স্বামী জ্ঞান প্রকাশনন্দের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন।