জনসমাগম নিষিদ্ধের প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ

0

লোকসমাজ ডেস্ক॥ করোনার বিধিনিষেধের আওতায় জনসমাগম নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মালয়েশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। শনিবার এই বিক্ষোভে প্রায় এক হাজার মানুষ অংশ নেয়।
বিক্ষোভকারীরা মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদের প্রতীক হিসেবে কালো পড়ায় ওড়ায়। পতাকাগুলোতে লেখা ছিল, ‘ব্যর্থ সরকার।’
লকডাউন ঘোষণার পরও সরকারের করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে মালয়েশিয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন তার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীদের অন্যতম কারমান লোহ বলেন, ‘আমরা লড়াই করছি, কারণ মানুষ যখন দুর্ভোগ পোহাচ্ছে, তখন সরকার রাজনীতি নিয়ে খেলতে ব্যস্ত। এই সরকার অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে…দেশের গণতন্ত্রকেও ধ্বংস করছে।’
শাক কয়োক নামে আরেক বিক্ষোভকারী বলেছেন, ‘মুহিদ্দিন ভয়ঙ্কর প্রধানমন্ত্রী। তার পদত্যাগ করা উচিত।’
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের তলব করা হবে। তারা জমায়েতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।