স্টিভ জবসের চাকরির আবেদনপত্র আড়াই কোটি টাকায় বিক্রি

    0

    লোকসমাজ ডেস্ক॥ জীবনে একবারই চাকরির জন্য আবেদন করেছিলেন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেল’র প্রতিষ্ঠাতা স্টিভ জবস। সেটির দাম হাঁকা হয়েছে ৩ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা আড়াই কোটি কা। স্টিভ জবসের জীবনে প্রথম ও শেষ চাকরির আবেদনপত্র বলে কথা!
    স্টিভ জবসের বয়স যখন ১৮, তখন তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছিলেন। ১৯৭৩ সালের সেই কাগজটির এখন কত মূল্য তা বোঝাই যাচ্ছে। মানুষটা স্টিভ জবস বলেই! তবে তার আবেদনপত্র বলেই শুধু নয়, ওই পুরনো কাগজটির মধ্যে কিছু অভিনব একটা ব্যাপার রয়েছে বলে জানা গেছে।
    পুরনো হালকা হলদে কাগজটি নিলামে উঠতেই দাম হাঁকা হলো আড়াই কোটি টাকা। হাতে লেখা ওই আবেদনপত্রে স্টিভ জবস নিজেই জানিয়েছিলেন, তখনকার সময়ে তার কাছে মোবাইল ফোন ছিল না। শুধু ছিল ড্রাইভিং লাইসেন্স।
    স্টিভ জবসের চাকরির আবেদনপত্র নিলামে উঠার ঘটনা প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার নিলাম হয়েছে ওই কাগজটির। গত মার্চেই একটি নিলামে তার দাম উঠেছিল এক কোটি ৭০ লাখ টাকা।