যশোরে করোনায় গতকাল শনাক্ত ২০ শতাংশ

0

স্টাফ রিপোর্টার ॥ করোনায় যশোরে গতকাল শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গতকাল আক্রান্তের হার নমুনা বিবেচনায় ২০ শতাংশ ছিলো। যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা এসওসিএম ডা. রেহনেওয়াজ জানিয়েছেন, ২৪ ঘন্টায় গতকাল যশোরে ২শ ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় মোট ১ হাজার ৩শ ৪০টি নুমন আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী গতকাল যশোরে করোনায় আক্রান্তের শতকরা হার ছিল ২০ শতাংশ। এ সময় করোনায় ৪ জন ও মহিলা করোনা আইসোলেশনে উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
ডা. রেহনেওয়াজ জানিয়েছেন, এ নিয়ে কাল পর্যন্ত যশোরে সর্বমোট আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪শ ৮৬ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮শ ৬২ জন। জেলায় মোট ৩শ ৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৮৯ জন হাসপাতালে ও ৪ হাজার ২শ ১ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। পরিসংখ্যানে বলা হয়েছে, আক্রান্তদের ভেতর চিকিৎসক ও ৪ বছর বয়সী শিশুসহ সব বয়সী লোকজন রয়েছেন।