যশোর বিএনপির করোনা হেল্প সেলের কার্যক্রম পরিদর্শনে অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে যশোর জেলা বিএনপির করোনা হেল্প সেলের চলমান সার্বিক কার্যক্রম পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া হাল্কা থেকে মাঝারি বৃষ্টির মধ্যে জেলা বিএনপির এই কার্যক্রম দেখতে এবং কার্যক্রমে যারা সম্পৃক্ত তাদের খোঁজ খবর নেন তিনি। প্রথম অনিন্দ্য ইসলাম অমিত যশোর ২৫০ শয্যা হাসপাতালে যান। সেখানে তিনি হেল্প টিমের সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় যারা করোনার শুরুতে হাসপাতালে করোনার নমুনা দিতে আসা ব্যক্তিদের পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি হেল্প টিমের সদস্যদের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি তাদের ব্যক্তিগত খোঁজ খবর নেন। তাদেরকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত রেখে সেবা দান কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান। পরে অনিন্দ্য ইসলাম অমিত জেলা বিএনপি কার্যালয়ে যান। সেখানে স্থাপিত বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন বুথ পর্যবেক্ষণ করেন। সেখান থেকে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের বাসভবনে স্থাপিত ফ্রি অক্সিজেন হেল্প সেল পরিদর্শন করেন। অক্সিজেন হেল্প সেলের দায়িত্বরতরা সার্বিক কার্যক্রম অনিন্দ্য ইসলাম অমিতকে অবহিত করেন। জেলা বিএনপির করোনা হেল্প সেলের কার্যক্রম পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা শ্রমিক দলের সভাপতি এসএম মিজানুর রহমান, সহসভাপতি আবু জাফর, সাবেক জেলা যুবদল নেতা এহতেশামুল হক পাপ্পু, বর্তমান জেলা যুবদলের সহসভাপতি আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।