বৃহস্পতির ‘চাঁদে’ রকেট পাঠাবে নাসা, ইলন মাস্কের সঙ্গে চুক্তি

0

লোকসমাজ ডেস্ক॥ এবার বৃহস্পতি গ্রহের ‘চাঁদ’ খ্যাত উপগ্রহ ইউরোপায় অভিযান চালাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে ইউরোপার দিকে যাত্রা করবে ফ্যালকন হেভি।
ইতোমধ্যে এ অভিযান সফল করতে বিশ্বের অন্যতম সেরা ধনী ইলন মাস্কের সংস্থা স্পেস অ্যাক্সের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠনটি
Bangladesh Pratidin
রকেটটি ব্যবহার করতে ইলন মাস্কের সঙ্গে ১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছে নাসা। চুক্তি অনুযায়ী ইউরোপাযাত্রায় ব্যবহার করা হবে স্পেস অ্যাক্সের তৈরি ফ্যালকন হেভি রকেট।
এরই মধ্যে মহাকাশযাত্রার জন্য স্পেস অ্যাক্সের ফ্যালকন হেভি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২০১৮ সালে এটি প্রথম মহাকাশে যাত্রা করে। সেবার সফলভাবে টেসলা রোডস্টার মডেলের একটি গাড়ি শূন্যে বহন করে নিয়ে যায় ফ্যালকন হেভি।
বৃহস্পতির উপগ্রহটি আদতেই জীবনধারণের জন্য উপযুক্ত কি না, তা জানতেই চালানো হবে এ অভিযান।