তালেবানের হাত থেকে বাঁচতে তাজিকিস্তানে পালিয়েছে সহস্রাধিক আফগান সেনা

0

লোকসমাজ ডেস্ক॥ আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে এক হাজারেরও বেশি আফগান সেনা সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে। দেশটির সরকারের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। তাজিক কর্মকর্তারা দাবি করেছেন, আফগান প্রদেশ বাদাখশানের কয়েকটি জেলায় যুদ্ধের পর ‘জান বাঁচানোর’ তাগিদেই এসব আফগান সৈন্য তাদের দেশে আশ্রয় নিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা এখন তালেবানের দখলে। প্রতিদিনই তারা নতুন নতুন জেলা সরকারি বাহিনীর হাত থেকে ছিনিয়ে নিচ্ছে। বাদাখশানে তালেবান যোদ্ধারা দ্রুত ঐ এলাকার প্রধান শহর ফায়েজাবাদের দিকে এগিয়ে আসছে। গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তবর্তী কয়েকটি ঘাঁটি থেকে আফগান সরকারি সৈন্যদের পালানোর ঘটনা ঘটেছে। প্রতিবেশী আরেকটি দেশ উজবেকিস্তানেও কিছু আফগান সেনা আশ্রয় নিয়েছে।