‘সাবস্ট্যাক’র সঙ্গে পাল্লা দিতে ‘বুলেটিন’ নিয়ে এসেছে ফেসবুক

    0

    লোকসমাজ ডেস্ক॥ স্বাধীনভাবে লেখালেখির অনলাইন প্ল্যাটফর্ম ‘সাবস্ট্যাক’র সঙ্গে পাল্লা দিতে নতুন ফিচার ‘বুলেটিন’ নিয়ে এসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক। এখান থেকে অর্থের বিনিময়ে এবং বিনামূল্যে বিভিন্ন বিষয়ে আর্টিকেল পড়া যাবে এবং পডকাস্ট (ডিজিটাল অডিও ফাইল) শোনা যাবে।মঙ্গলবার ফেসবুকের নিউজলেটার প্রোডাক্টটি চালু করা হয়। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এ ঘোষণা দেন। বুলেটিন ডট কমের জন্য কয়েকজন লেখকও নিয়োগ দিয়েছে ফেসবুক।
    বর্তমানে ইমেইল নিউজলেটার ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যার নেতৃত্বস্থানীয় ভূমিকায় রয়েছে সাবস্ট্যাক। বড় মাপের যেসব সাংবাদিক ও লেখক মিডিয়া হাউজ ছেড়ে নিজে থেকে কিছু করতে চান তাদের লক্ষ্য করেই চালু হচ্ছে নিউজলেটার ট্রেন্ড। এবার ফেসবুকও এ প্রতিযোগিতায় নেমেছে। নিউজ লেটার প্ল্যাটফর্ম আছে টুইটারেরও।