দাম বাড়ার শীর্ষে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ জুন) কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার ও ইউনিট দাম বেড়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজের। ফলে কোম্পানিটি ডিএসইর শেয়ারের দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ জুন) সুহৃদের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭ টাকা। রোববার (১৩ জুন) লেনদেন শেষে শেয়ার ক্লোজিং দর বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭০ টাকায়। ফলে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১.৭০ টাকা বা ১০ শতাংশ।
ডিএসইতে দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯.৯৬ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৯৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯.৯৪ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৯ শতাংশ, পেনিনসুলার ৯.৮৫ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৯.৭ শতাংশ ও কপারটেকের ৯.৬৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।