ইরানের আটক তেলের ট্যাংকার ছেড়ে দিলো ইন্দোনেশিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ ইন্দোনেশিয়ার আটক করা ইরানের পতাকাবাহী তেলের ট্যাংকারকে ছেড়ে দেওয়া হয়েছে। জানুয়ারিতে আটকের পর প্রায় চার মাস পর ট্যাংকারটিকে মুক্তি দিলো ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। শনিবার ইন্দোনেশীয় কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। ইন্দোনেশিয়ার কোস্ট গার্ডের এক মুখপাত্র উইসনু প্রামান্দিতা জানান, এমটি হর্স নামের ইরানের পতাকাধারী ট্যাংকারটিকে শুক্রবার ছেড়ে দেওয়া হয়েছে। আদালতের রায়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাকার্তার অভিযোগ, আটক করা এমটি হর্স ইন্দোনেশিয়ার জলসীমায় অবৈধভাবে তেল পরিবহন করছিল। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাংকার আটকের ঘটনাটিকে টেকনিক্যাল ইস্যু এবং নৌপরিবহনে এমনটি ঘটে থাকে বলে উল্লেখ করেছে। ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা শানা জানায়, এমটি হর্সের ক্রুরা তাদের আত্মত্যাগ ও দায়িত্ব পালনের দৃঢ়তার মাধ্যমে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করেছে তেল ও পেট্রোলিয়াম পণ্য রফতানির মাধ্যমে। ইরানের তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা থাকায় তেহরান গোপনে ও ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে ট্যাংকারে তেল পরিবহন করছে বলে অভিযোগ রয়েছে। গত বছর এমটি হর্স ২ কোটি ১ লাখ ব্যারেল তেল পরিবহন করে ভেনেজুয়েলা পৌঁছায়।