মার্স্টাস কাপ সিক্স-এ সাইড ফুটবল :খেলোয়াড়রা দর্শকের দৃষ্টি বাড়লেও দুই দলের কেউ জয়ের মুখ দেখেনি

0

মাসুদ রানা বাবু ॥ সাচ্চু ফুটবল কোচিং সেন্টার যশোর আয়োজিত মাস্টার্স কাপ সিক্স-এ সাইড ফুটবল টুর্ণামেন্টের গতকাল রোববারের দুটি খেলা ও কোন দলই জয়ের দেখা পেল না। ইতিমধ্যে টুর্ণামেন্টের তিনটি খেলা অনুষ্ঠিত হলেও সবকটি খেলা অমিমাংসিতভাবে শেষ হয়। কোন খেলায় জয় পরাজয়ের দেখা না মিললেও খেলোয়াড়রা যশোরবাসীকে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, দৃষ্টিনন্দন খেলা উপহার দেন। এক সময়ে মাঠ কাঁপানো ফুটবলারদের খেলা দেখে মনে হয় দীর্ঘদিন পরে মাঠে নেমেও তারা আগের মত পূর্ণ শক্তি দিয়ে খেলেছেন। শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রতিদিন পড়ন্ত বিকালে গ্রীষ্মের প্রখর তাপদাহ উপেক্ষা করে এভাবে এক ঝাঁক প্রবীণ ফুটবলার শহরবাসীকে আকর্ষণীয় মনোমুগ্ধকর ফুটবল খেলা উপহার দিয়ে যাচ্ছেন। যাদের অধিকাংশই মধ্য বয়স পার করেছেন বা মধ্য বয়সের কাছাকাছি। সাচ্চু ফুটবল কোচিং সেন্টারের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এদিকে, গতকাল কপোতাক্ষ ডায়নামিক বনাম চিত্রা ক্যাপিটাল এবং ভৈরব কিংস বনাম পদ্মা রেঞ্জার্সের মধ্যকার দুটি খেলা ২-২ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। ডায়নামিক বনাম চিত্রা ক্যাপিটালের মধ্যকার দিনের প্রথম খেলায় ১৭ মিনিটে কুতুব গোল করে চিত্রা ক্যাপিটাল ১-০ গোলে এগিয়ে নেন। যেটি এই টুর্ণামেন্টের প্রথম গোল। এরপর দ্বিতীয়ার্ধের খেলার ৩৬ মিনিটে বাহারুল গোল করে কপোতাক্ষ ডায়নামিক কে ১-১- গোলে সমতায় ফেরান। এরপর খেলার ৪৮ মিনিটে কপোতাক্ষ ডায়নামিকের আনিস গোল করে দলকে ২-১ গোলের এনে দিলেও পরের মিনিটে অর্থাৎ খেলার শেষ মিনিটে চিত্রা ক্যাপিটালের টনি গোল করে দলকেত সমতায় ফেরান। খেলায় চিত্রা ক্যাপিটালের হালিম রেজা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলায় চিত্রা ক্যাপিটালের হয়ে মাঠে নামেন, রফিক, লাকি, জামাল, হালিম রেজা, টনি, মোহাম্মদ উল্লাহ, নবীরুজ্জামান, শুকুর, ফান্টা, কুতুব ও টিটো। কপোতাক্ষ ডায়নামিকের হয়ে মাঠে নামেন নিপ্পন, পলাশ, আনিস, ইমন, টুটুল, শান্ত, মোনায়েম, বাহারুল, তপন, হারুন ও টিটোন। ভৈরব কিংস বনাম পদ্মা রেঞ্জার্সের মধ্যকার দ্বিতীয় খেলার প্রথমার্ধের ২১ মিনিটে পিয়ারুজ্জামান গোল করে পদ্মা রেঞ্জার্সকে ১-০ গোলের লিড এনে দেন। এরপর দ্বিতীয়ার্ধের খেলায় ২৭ মিনিটে সাইফুল ইসলাম গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন। ভৈরব কিংস ২-০ গোলে পিছিয়ে থেকে গোল পরিশোধের জন্য অনেকটা মরিয়া হয়ে খেলতে থাকে। এরপর খেলার ৩২ মিনিটে সুমন ৪৭ মিনিটে মুন্না গোল করে দলকে সমতায় ফেরান। খেলাটি ে শষ পর্যন্ত দুই ২-২ গোলের সমতা ধরে রেখে শেষ হয়। খেলায় ভৈরব কিংসের মুন্না সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলায় পদ্মা রেঞ্জার্সের হয়ে মাঠে নামের মামুন, কবির, জয়নাল, সাইফুল ইসলাম, পিয়ারুজ্জামান, সাথী, জিল্লুর রহমান, ইব্রাহিম, সেলিম হোসেন ও আমিনুল ইসলাম। ভৈরব কিংসের হয়ে মাঠে নামেন, মুন্না, এনাম মাহমুদ, বর্ডার, সুমন, সেলিম, নিশাদ, নজু, আকতার, আক্কাস, সাজ্জাদ ও চন্দন। আজকের খেলা মেঘনা লায়ন বনাম কপোতাক্ষ ডায়নামিক এবং ভৈরব কিংস বনাম মধুমতি টাইটানিক।